সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জেলা প্রশাসকের কাছে খোলা চিঠি

জেলা প্রশাসকের কাছে খোলা চিঠি

বরাবর,
মাননীয় জেলা প্রশাসক নাটোর।

বিষয়: করোনার ত্রান সামগ্রী বা অনুদান বিতরণ সংক্রান্ত কিছু প্রস্তাবনা।

১। সকলের দেয়া অনুদান(সরকারি/বেসরকারি) গুলো মাননীয় জেলা প্রশাসকের কাছে একত্রিত করা।
২। এমন পদ্ধতি চালু করা উচিত একজন মানুষ কোন জায়গায় ২য় বার যাতে খাবার বা অনুদান নিতে না পারে ১ম কিস্তিতে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কম্পিউটারে এ্যাপস সেবা বা ন্যাশনাল আইডির ব্যবহার করা।
৩। এই সেবা চালু করলে যে পরিমান বাজেট আছে, নাটোরের সকল ভোটারের পরিবার এক মাসের করে খাবার পেতে পারে ১ম কিস্তিতে।
৪। এই সেবা চালু না করলে যেভাবে যতই সুন্দর সিষ্টেমে দেয়া হোক না কেন, মোট ভোটারের ৪ ভাগের ১ভাগই পাবে না।
৫। এই এ্যাপস সেবার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় রুমে বসে দেখতে পারবেন কত মিনিটে কতজন সেবা পাচ্ছে বা অনুদান পাচ্ছে।
৬। যেহেতু সংকট দীর্ঘ মেয়াদি হওয়ার সম্ভাবনা বেশি তাই এই এ্যাপস সুবিধা জরুরি এবং সকল মানুষ যে কোন শ্রেনীর হোক না কেন অনুদান নিতে পারবে।
৭। তৃনমূলে কোন প্রতিনিধি কোন মালামাল চুরি করতে, স্বজনপ্রীতি করতে, পরিমাপে কম দিতে পারবে না
৮। যেহেতু NID বা জম্মনিবন্ধন এ্যাপসের ব্যবহার করা হবে, সেহেতু কেউ অনুদান নেয়ার পর অস্বীকার করতে পারবে না এবং একই ব্যক্তি একাধিক বার অনুদান বা ত্রান সামগ্রী নিতে পারবে না।
৯। আইটিতে দক্ষ যারা নাটোরে আছে, তারা দ্রুত এই এ্যাপস তৈরী করতে পারবে।
১০। প্রয়োজনে ল্যাপটপ এ এ্যাপস নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অনুদান দিয়ে আসতে পারবে কতৃপক্ষ।

অতএব বিষয়টি অতীব জরুরি বিবেচনায় নিতে জনাবের মর্জি হয়। নিবেদক

আসাদুজ্জামান মাসুম
আলাইপুর, ধোপাপাড়া
নাটোর সদর, নাটোর-৬৪০০
ফোন নম্বরঃ ০১৭১৭৫৪৮০৪৮

০৪-০৪-২০২০

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …