বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বড়াইগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বড়াইগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নাটোর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. সাজেদুর রহমান খাঁনকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ অক্টোবর বেলা এগারোটার দিকে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চশমা মার্কার পক্ষে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,,পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সকল ইউনিয়ন পরিষদ এর মেম্বারদের সঙ্গে ভোট প্রার্থনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুসহ বড়াইগ্রাম উপজেলার আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মত বিনিময় সভায় বক্তারা চশমা মার্কা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক ও চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খানকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …