নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম গতকাল শনিবার সন্ধ্যায় নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করে। এতে নাজমুল হাসান নাহিদকে সভাপতি ও শিহাব মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল উপজেলা কমিটি গঠন করায় ১৫ সেপ্টেম্বর ৪ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগ। তারই পূর্ণাঙ্গ কমিটি গতকাল ঘোষণা করা হয় বলে জানান জেলা ছাত্রলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখার কথা জানান উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির আগত নতুন সদস্যরা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …