মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক ও কর্মচারীদের খাদ্য সামগ্রী উপহার

জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক ও কর্মচারীদের খাদ্য সামগ্রী উপহার

নিজস্ব প্রতিবেদকঃ

জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক ও কর্মচারীদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার অফিস প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এই উপহার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাহরিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমূখ।

মহামারী করোনা ভাইরাসের কারণে জেলা ক্রীড়া সংস্থা নাটোরের সমস্ত খেলাধুলা ও প্রশিক্ষণ বন্ধ সীমিত বেতনের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকগণ মানবেতর জীবন যাপন করছেন। সেই কারণে সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পিএএ সকলের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসককে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …