শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / জেলা ও উপজেলা প্রশাসনে ২য় দিনের কর্মবিরতি চলছে

জেলা ও উপজেলা প্রশাসনে ২য় দিনের কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ২য় দিনের মত চলছে জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের  কর্মবিরতি। পদবীর পরিবর্তন ও বেতন স্কেলে সমতা আনয়নের দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টাব্যাপী জেলা কালেক্টরেট ভবন চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাকাসস নাটোর জেলা শাখার সদস্য সেলিম পারভেজ, জাকির হোসেন, আকতারুজ্জামানসহ অন্যান্য কর্মচারীগণ।

বক্তারা বলেন, প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের চেয়ে বেতন স্কেল কম থাকা ইউনিয়ন ভূমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তার বেতন স্কেল বৃদ্ধি করা হয়েছে। পদবী পরিবর্তন করে কর্মকর্তা করা হয়েছে। এই বৈষম্যতার কারণে প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। দাবী না মানা পর্যন্ত এ কর্মসূচী চলবে বলে বক্তারা ঘোষণা দেন।

অনুরূপ কর্মসূচী পালন করা হয়েছে জেলার ৭টি উপজেলা পরিষদ কার্যালয়েও। আর এর ফলে প্রশাসনে সেবা নিতে আসা জনগণ ভোগান্তির শিকার হচ্ছে।

উল্লেখ্য গতকাল সোমবার থেকে প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীরা  এই কর্মবিরতি শুরু করে ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …