বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / জুয়েলের প্রতারণার ফাঁদে নিঃস্ব ৬ পরিবার

জুয়েলের প্রতারণার ফাঁদে নিঃস্ব ৬ পরিবার

 

  নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর: 

দারিদ্রতাকে জয় করে পরিবারে আনবেন স্বচ্ছলতা। মা’য়ের নামে বানাবেন সুন্দর একটি বাড়ি। পাঠাবেন রেমিট্যান্স। বৈদেশিক মুদ্রা আয়ে দেশের অর্থনীতিতে রাখবেন ভূমিকা। কান্নাকন্ঠে সন্তানের এমনই অনেক আশার কথা বলছিলেন হত দরিদ্র মা ছবেদা বেগম (৬০)। কারণ ভাগ্য বদলের আশায় জমিজমা বন্ধক, স্বর্ণালংকার বিক্রি ছাড়াও ঋণের টাকায় সৌদি আরব গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তার ছেলে শরিফুল ইসলাম (২০)।

শরিফুল নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ইমাদারপাড়া গ্রামের রমজান মোল্লার ছেলে।
ছবেদা বলেন, ভালো চাকুরি দেয়ার কথা বলে নাজিরপুরের রানীনগর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৩০) সাড়ে ৪ লাখ টাকা নিয়ে সাত মাস আগে তার ছেলে শরিফুলকে সৌদি আরব পাঠায়। কথা ছিলো ভালো বেতনের চাকরি দেওয়া হবে শরিফুলকে। সেখানে গিয়ে কোনো চাকুরি পায়নি তার ছেলে। তাই ছেলের জন্য ধার-দেনা করে দেশ থেকে টাকা পাঠাতে হচ্ছে।
এদিকে গত চার মাস আগে শেষ হয়েছে ভিসার মেয়াদ। তাই থাকতে হচ্ছে লুকিয়ে। সেখানে ভয় আর কষ্ট নিয়ে মানবেতর জীবন পার করছেন তার ছেলে। রহিমা আরও বলেন, এবিষয়ে জুয়েল ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা খারাপ আচরণ করে এবং হত্যার হুমকি দেয়। এঘটনায় শরিফুলের চাচা আবু তালেব বাদী হয়ে জুয়েলসহ চার জনকে আসামী করে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

একইভাবে জুয়েলের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন, নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের রহিম আলী (৩২), রশিদপুর গ্রামের ইয়াছিন আরাফাত (২৬) ও ইমাদারপাড়া গ্রামের রইছ উদ্দিন (২৫)। চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামের কামরুল ইসলাম (২২) এবং তাড়াশ উপজেলার ধামাইচ গ্রামের শহিদুল ইসলাম (৩২)।

ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগ, চাকুরি না পেলে দেশে ফিরিয়ে এনে অন্য দেশে পাঠাবেন। বেতন না পেলে জুয়েল দিবেন বেতনের টাকা এসব প্রতিশ্রুতি দিয়ে বিদেশ পাঠিয়েছেন জুয়েল। তাদের কাছে থেকেও নেওয়া হয়েছে সাড়ে ৪ লাখ করে টাকা। তবে কারো কপালেই জোটেনি চাকুরি। ভিসার মেয়াদ শেষ হওয়ায় পালিয়ে থাকতে হচ্ছে তাদের। ঠিকমতো খাবার পাচ্ছেনা খাওয়ার জন্য। খাবারের অভাবে একটি রুটি ছয় জন মিলে ভাগাভাগি করেও খেয়েছেন তারা। কিন্ত জুয়েল এখন কোনো কথাই শুনছেননা। উল্টো বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এব্যাপারে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ ও যথাযথ ক্ষতিপূরণ দাবী করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।
অভিযুক্ত জুয়েল বলেন, আমার কাজ শুধু তাদেরকে পাঠানো। চাকুরি না পাওয়ার জন্য আমি দায়ী নই। এটা তাদের ভাগ্যের দোষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, জুয়েলের বিরুদ্ধে এসব বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদেও একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীর পক্ষে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …