নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে ৪টি জীবানুনাশক টানেল স্থাপনের কিছু দিনের মাথায় টেকনিশিয়ান না থাকা, কারিগরি ত্রুটি ও প্রয়োজনীয় মেডিসিনের অভাবে প্রায় ২ লাখ টাকা ব্যায়ে স্থাপিত চারটি জীবানুনাশক টানেল অকেযো হয়ে পড়ে আছে। উপজেলা সদরে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এই টানেলগুলো স্থাপনের কিছু দিনের মাথায় বিকল হওয়ার কারণে করোনাকালীন মহামারির এই সময়ে জনগনের কোন কাজে লাগছেনা। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও এই টানেলগুলো সচল করার কোন উদ্যোগ চোখে পড়ছে না। এমন কি উপজেলা প্রশাসনের কোন দপ্তর এর রক্ষনাবেক্ষণের দায় নিতেও নারাজ।
জানা গেছে, গত বছরের ৮ মার্চ থেকে বাংলাদেশে বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এই ভাইরাস দিন দিন শক্তিশালী হওয়ায় মানুষের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এশিয়ান উন্নয়ন ব্যাংকের করোনা ভাইরাস প্রতিরোধের বিশেষ প্রকল্পের আওতায় প্রায় ২ লাখ টাকা ব্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান গেট ও রাণীনগর থানা ভবনসহ মোট ৪টি জীবানুনাশক টানেল উপজেলা প্রকৌশলীর সার্বিক তত্তাবধায়ানে টানেলগুলো স্থাপন করা হয়। উপজেলার এই ৩টি জায়গা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিভিন্ন সেবা নিতে শত শত মানুষ এই অফিসগুলোতে আসে। যে কোন মানুষ এই টানেলের মধ্যে দিয়ে যাবার সময় স্বয়ংক্রিয় ভাবে ওই ব্যক্তির শরীরে তরল জীবানুনাশক স্প্রে লাগতো।
কিন্তু কয়েক দিনের মাথায় সঠিক নজরদারির অভাবে টানেলগুলো বন্ধ হয়ে যায়। বর্তমান সময়ে আবার নতুন করে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করলেও জনস্বার্থে এই টানেলগুলো চালু করার কোন উদ্যোগ গ্রহণ না করায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষগুলো করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকছে।
করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হলেও এই টানেলগুলো চালু করার কোন উদ্যোগ গ্রহণ না করায় সরকারের আর্থিক ক্ষতিসহ জনগনের কোন কাজে লাগছেনা।
স্থানীয়রা বলছে, এই রকম মহামারি থেকে রক্ষার জন্য জনস্বার্থে টানেলগুলো সচল করা একান্ত জরুরী।
উপজেলা নির্বাহী আফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, এই টানেলগুলো কিভাবে চালু করা যায় শিঘ্রই এর উদ্যোগ গ্রহণ করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …