মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আয়োজনে ও সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখার সহযোগীতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখার ম্যানেজার শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভ‚মি) সুরাইয়া মমতাজ, পৌর সভার মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক শাহীনুর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমূখ। পরে সেখানে প্রজেক্টরের মাধ্যমে এবং বাস্তবে আসল ও জাল নোট চেনার উপায় সম্পর্কে আলোচনা করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …