মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / জাতীয় / জার্মানিতে পুরস্কৃত ‘রিকশা গার্ল’

জার্মানিতে পুরস্কৃত ‘রিকশা গার্ল’

নিউজ ডেস্ক:
জার্মানির শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১-এ পুরস্কার জিতল অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’। উৎসবের জুনিয়র ফিল্ম শাখায় এসএলএম টপ অ্যাওয়ার্ড জয় করে বাংলাদেশের এ ছবি। অমিতাভ রেজা বলেন, “উৎসবে ১৫-১৬ বছরের দর্শকদের জন্য প্রচুর ছবি আসে। এ বছর ইরানের প্রখ্যাত পরিচালক মাজিদ মাজিদির ছবিও ছিল। ভ্যাংকুভার এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রজনীতেও এটি দেখানো হবে। সব মিলিয়ে ভালোই লাগছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছর দেশের দর্শকদের জন্য ‘রিকশা গার্ল’ মুক্তি দেওয়া হবে।”

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন নাফিস আমিন ও শর্বরী জোহরা আহমেদ। নাইমা নামের এক কিশোরীকে ঘটনাক্রমে রিকশা চালানোর পেশা গ্রহণ করতে হয়। তাকে নিয়েই ছবির গল্প। এতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, অ্যালেন শুভ্র প্রমুখ।

আরও দেখুন

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …