সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / জামায়াতে ইসলামী ও শিবিরের ৫ নেতা-কর্মীকে জেল-হাজতে প্রেরণ

জামায়াতে ইসলামী ও শিবিরের ৫ নেতা-কর্মীকে জেল-হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের হারোয়া আফদালপাড়া এলাকা থেকে আটককৃত জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৫ নেতাকর্মীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে পুলিশ তাদেরকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ছোট ছোট ছেলেদেরকে খেলাধুলা ও খিচুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সংগঠনের তৎপরতা চালানোর অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তৌহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাদেরকে হারেয়া আফদালপাড়া জামে মসজিদ থেকে আটক করে।

আটককৃতরা হলেন, জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন সাথী শাখার বনপাড়া পৌর সভাপতি ও মধ্য মালিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নাহিদ হাসান মুন্না (১৯), সাথী শাখার সাধারণ সম্পাদক ও চর নটাবাড়িয়া গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে তরিকুল ইসলাম (২০), সাথী শাখার কর্মী ও সর্দার পাড়ার ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ (১৮), জামায়াত ইসলামী কর্মী ও হারোয়া পূর্বপাড়া এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা (৫৬) এবং হারোয়া আফদাল পাড়া জামে মসজিদের মোয়াজ্জিম ও ওই এলাকার আব্দুস সামাদের ছেলে সালাউদ্দিন (২০)।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …