সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / জামাইয়ের বিরুদ্ধে শ্বশুড়ের সংবাদ সম্মেলন

জামাইয়ের বিরুদ্ধে শ্বশুড়ের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় প্রতারনার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুড় বাবুল হোসেন বাবু সংবাদ সম্মেলন করেছেন। আজ ৬মার্চ রোববার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নিজ নামীয় দুপচাঁচিয়া পৌর এলাকার থানা বাসস্ট্যান্ড চক সুখানগাড়ী মৌজায় সাড়ে ২১শতাংশ জায়গার ৯শতাংশ জায়গার তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ শুরু করি। দ্বিতীয় তলা পর্যন্ত কাজ শেষ হবার পর আমি আমার মেয়ে জামাই আব্দুল ওহাব ওই বাড়ি দেখা শোনার জন্য মৌখিক অনুমতি প্রদান করি। এই সুযোগে আমার জামাই ২০১৬সালের ১৪অক্টোবর আমার স্বাক্ষর জাল করে গোপনে দোকানঘর ভাড়ার চুক্তিপত্র তৈরি করে। ২০১৭ ইং সালের জুন মাসে আমি বাড়ির কাজ তদারকি করার জন্য মোটরসাইকেল যোগে গ্রামের বাাড়ি থেকে থানা বাসস্ট্যান্ড নির্মানাধীন বাড়িতে আসি।

মোটরসাইকেলের হ্যান্ডেলে একটি ব্যাগে বিভিন্ন কাগজপত্র ও সোস্যাল ইসলামী ব্যাংক দুপচাঁচিয়া শাখার চেক বহি রেখে মিস্ত্রির সঙ্গে কথা বলার জন্য উপরে যাই। এ সুযোগে কে বা কারা পুরো ব্যাগ এবং স্বাক্ষরকরা পুরো চেক বহি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে আমি ওইদিনই দুপচাঁচিয়া থানায় জিডি সহ ব্যাংকে গিয়ে ওই হিসাব নম্বর বন্ধ করে দেই। এর বেশ কিছুদিন পর আমার জামাই ওই চেক বইয়ের ১টি পাতায় তার ইচ্ছেমত টাকার অংক বসিয়ে ব্যাংক থেকে চেক ডিজ অর্নার করে নিয়ে প্রতারনা পূর্বক আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। যা এখন বিচারাধীন রয়েছে। ওই বাড়িটি সে নিজের কবজায় নিতে বিভিন্ন ভাবে পাঁয়তারা করে এবং আমার বিরুদ্ধে মামলাও করে।

মামলাগুলো তদন্ত অন্তে মিথ্যা বলে প্রমানিতও হয়। এ বিষয়গুলো নিয়ে আমি আদালতে প্রতিকার চেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা করি। আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর উপর ন্যস্ত করেন। বাসা ও দোকানঘর ভাড়ার যে চুক্তিপত্রটি আমার জামাই করেছিল তা এক্সপার্ট বিশেষজ্ঞ দ্বারা জালিয়াতি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআই। জামাইয়ের এ অনৈতিকতার কারণে বাড়ি তৈরির জন্য গৃহিত ঋণ পরিশোধ করতে আমি হিমশিম খাচ্ছি। এতে আমার প্রায় ৮০লাখ টাকার মতো ক্ষতি সহ মানসিক ভাবে বিপর্যায়ের মধ্যে পড়েছি। বাড়ির অসমাপ্ত কাজ করতে সেখানে যেতে পারছি না জামাই ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা প্রাণনাশ সহ বিভিন্ন হুমকির কারণে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।

এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে তিনি প্রতারক জামাইয়ের বিচার ও শাস্তি দাবী করেন্।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …