সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / জানুয়ারিতে পশ্চিমাঞ্চল ট্রেনের নতুন সূচি

জানুয়ারিতে পশ্চিমাঞ্চল ট্রেনের নতুন সূচি

নিজস্ব প্রদিবেদক: জানুয়রি থেকে ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ৬৭টি আন্তঃনগর ট্রেনের সূচির পরিবর্তন করছে কর্তৃপক্ষ। আগামী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নতুন সূচিতে চলবে এসব ট্রেন। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘নতুন সময়সূচির বিষয়ে একাধিক বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ঢাকা থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে গেলেও নতুন টাইম টেবিলে ছাড়বে ১১টা ৫০ মিনিটে। নতুন চালু হওয়া পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩ নম্বর ট্রেন) রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়াও ৭০৫ নম্বর একতা এক্সপ্রেসের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ১৫ মিনিট বাড়িয়ে সকাল ৭টা ১৫ মিনিট, ৭০৬ নম্বর একতা এক্সপ্রেসের সময় ১০ মিনিট বেড়ে রাত ৯টা করা হয়েছে। এছাড়া ৭১৩ নম্বর করতোয়া ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭১৪ নম্বর করতোয়া বেলা ৩টা ৪০-এর পরিবর্তে ৪টা, ৭১৫ নম্বর কপোতাক্ষ সকাল ৬টা ৩০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭২৫ নম্বর সুন্দরবন রাত ৮টা ৩০-এর পরিবর্তে ১০টা ১৫ মিনিট, ৭২৬ নম্বর সুন্দরবন সকাল ৬টা ২০-এর পরিবর্তে ৮টা ১৫ মিনিট, ৭২৮ নম্বর রূপসা সকাল ৮টার পরিবর্তে ৮টা ৩০ মিনিট, ৭৩৪ নম্বর তিতুমীর বেলা ২টার পরিবর্তে ২টা ২০ মিনিট, ৭৫১ নম্বর লালমনি রাত ১০টা ১০-এর পরিবর্তে ৯টা ৪৫ মিনিট, ৭৫২ নম্বর লালমনি রাত ১০টা ৪০-এর পরিবর্তে ১০টা ২০ মিনিট, ৭৫৩ নম্বর সিল্কসিটি বেলা ২টা ৪০-এর পরিবর্তে ২টা ৪৫ মিনিট, ৭৫৮ নম্বর দ্রুতযান সকাল ৯টা ১৫-এর পরিবর্তে ৮টা ১০ মিনিট, ৭৫৯ নম্বর পদ্মা রাত ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টা, ৭৬১ নম্বর সাগরদাঁড়ি বেলা ৩টার পরিবর্তে ৪টা, ৭৬৩ নম্বর চিত্রা সকাল ৮টা ৪০-এর পরিবর্তে ৯টা, ৭৬৫ নং নীলসাগর সকাল ৮টার পরিবর্তে ৬টা ৪০, ৭৬৬ নং নীলসাগর রাত ৯টা ২০-এর পরিবর্তে ৮টা, ৭৬৭ নম্বর দোলনচাঁপা বেলা ১টা ৩০-এর পরিবর্তে ১টা ২০ মিনিট, ৭৬৮ নং দোলনচাঁপা সকাল ৬টা ১০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস রাত ৮টার পরিবর্তে ৮টা ২০ মিনিট, ৭৭৯ নম্বর পাবনা এক্সপ্রেস বেলা ২টার পরিবর্তে ভোর ৫টা ৪৫ মিনিট, ৭৮০ নম্বর পাবনা এক্সপ্রেস সকাল ১০টা ৪০-এর পরিবর্তে বিকাল ৫টা,।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *