রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / জানাযা করতে এসে লাশ হলেন হাসেন শেখ

জানাযা করতে এসে লাশ হলেন হাসেন শেখ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে জানাযা করতে এসে ধানবোঝাই ভটভটির নিচে চাপা পড়ে হাসেন শেখ(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া এগারোটার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসেন শেখ ৩নং খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর চরপাড়া গ্রামের মৃত জুরান শেখ এর ছেলে।

এলাকাবাসী জানায়, আজ সোমবার বেলা সোয়া এগারোটার দিকে হাসেন শেখ খুবজীপুর চরপাড়া গ্রাম হতে বিলশা গ্রামে এক জানাজায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথে বেলা সোয়া এগারোটার দিকে বিলশা নামক স্থানে পৌঁছালে ধান বোঝাই শ্যালো চালিত ভটভটি গাড়ি হাসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসেন শেখ নিহত হন। পুলিশ ভটভটি গাড়িটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …