নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কামাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে উপজেলার নলডাঙ্গা ব্রহ্মপুর সড়কের আড়িয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্রহ্মপুর মাঝিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং প্রাণ আরএফএল কোম্পানির নাটোর অফিস(১)এর ডিস্ট্রিবিউশন ম্যানেজার। নিহত কামালের সহকর্মীরা জানান, তাদের অন্য এক সহকর্মীর পিতার জানাজায় অংশগ্রহণ করতে নাটোর থেকে মোটরসাইকেলযোগে ব্রহ্মপুর উদ্দেশ্যে রওনা হয়।
এসময় আরিয়াপাড়ার মোড়ে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রাস্তায় নির্মাণাধীন বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যায়। এবং আরো একজন মারাত্মকভাবে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ বাদী হয়ে মামলা দায়ের করে নাই।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …