সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ‘জাতীয় যেকোন প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’ -নাটোরে সেনা প্রধান আজিজ

‘জাতীয় যেকোন প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’ -নাটোরে সেনা প্রধান আজিজ

নিজস্ব প্রতিবেদকঃ
সেনা বাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে অত্যাধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যুদ্ধ ক্ষেত্রের সকল ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন প্রশিক্ষনই সর্বোচ্চ সোল্ডার। ধারাবাহিকতায় ভবিষ্যতে মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় তথা জাতীয় যেকোন প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

আজ মঙ্গলবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে শহীদ শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কোর অব ইঞ্জিনিয়ার্সের ৪টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেডে অভিবাদন গ্রহণ পরবর্তী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন।

উক্ত প্যারেড অনুষ্ঠানে সেনা বাহিনীর উর্দ্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম বার, নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইঞ্জিনিয়ার কোরের সামরিক ও অসামরিক সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুটেজ ও সিংক এফটিপিতে দেওয়া আছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …