শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জাতীয় / জাতীয় বক্সিংয়ে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

জাতীয় বক্সিংয়ে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু পুরুষ ও মহিলা জাতীয় সিনিয়র বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বৃহস্পতিবার ঢাকার পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শেষ হওয়া চার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী।

৮টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয় বাংলাদেশ আনসার।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি।

বিশেষ অতিথি ছিলেন বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি সর্দার সেলিম আহম্মেদ, প্রতিযোগিতা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ, সহ-সভাপতি সাব্বির হোসেন ও মারুফ হোসেন।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …