নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দাখিলকৃত জাতীয় পার্টি মনোনিত প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। ঋণ খেলাফির দায়ে মঙ্গলবার তার মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া দাখিলকৃত অপর তির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।
রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন,আসন্ন রাণীগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ চার প্রার্থী গত ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার দাখিলকৃত মনোনয়ন পত্র নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে ঋণ খেলাফির দায়ে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মহসিন রেজার দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এছাড়া আওয়ামীলীগের আব্দুর রউফ দুলু, বিএনপি’র মোসারব হোসেন ও স্বত্রন্ত্র প্রার্থী মফিজ উদ্দীনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। তিনি আরো জানান,আগামী ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। আগামী ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …