শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / খেলা / ক্রিকেট / জাতীয় দল ডুবলেও যুব বিশ্বকাপ ঘরে তুলে দেখিয়ে দিলো অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল

জাতীয় দল ডুবলেও যুব বিশ্বকাপ ঘরে তুলে দেখিয়ে দিলো অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল

নিউজ ডেস্কঃ
আইসিসির কোনো বৈশ্বিক আসরে এর আগে কখনই ফাইনালে ওঠতে পারেনি বাংলাদেশ। এবার ফাইনাল খেলল, এটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। তবে আকবর আলী, পারভেজ হোসেন ইমনরা এতটুকুতেই সব পাওয়া মনে করে বসে থাকতে চাইলেন না। বরং প্রথমবারের মতো আইসিসির কোনো আসরে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেই বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন তারা।

এর আগে কখনই এত বড় সাফল্য ধরা দেয়নি বাংলাদেশের। পারেননি মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশারদের মতো কিংবদন্তিরা। বড়দের আগেই সেটা পারলেন ছোটরা।

আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশ এর আগে কখনও ফাইনালেই উঠতে পারেনি। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা। বিশ্বকাপে এখন পর্যন্ত টাইগারদের সেটাই সবচেয়ে বড় সাফল্য।

আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে মাশরাফির নেতৃত্বেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটি আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ারও ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু ঘরের মাঠে দারুণ খেলতে খেলতে সেমিফাইনালে গিয়ে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল তাদের সেরা সাফল্য।

এবার আকবর আলীর দল সব কিছুকে পেছনে ফেলে দিল। ফাইনালে নাম লেখানোর পর ভারত-জুজুকে জয় করলো লাল সবুজ জার্সিধারীরা। প্রথমবারের মতো মাতলো বিশ্বকাপ জয়ের আনন্দে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …