শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন দেখেন সোহাগ

জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন দেখেন সোহাগ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নিজের স্বপ্ন ছিলো একজন ক্রিকেটার হওয়া। ছোটকাল থেকেই সেই স্বপ্নকে পুঁজি করে নিয়ে এগিয়ে যাচ্ছেন নিজ গতিতে। তার বোলিংয়ের ধরন অনেকটায় ভারতীয় বোলার বুমরার মতো। আর সে কারনেই বিভিন্ন জেলায় খ্যাতি ছড়িয়েছেন দ্বিতীয় বুমরা হিসেবে। আর এই ক্রিকেটারটি হচ্ছেন নাটোরের লালপুরের সোহাগ।

তার বাবার নাম জহুরুল ইসলাম। লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের আবেদমোড় গ্রামের এক হতদরিদ্র ঘরে তার জন্ম। নানা প্রতিকুলতা থাকা সত্ত্বেও সে নিজেকে মেলে ধরেছে। দিনকে দিন ক্রিকেট অঙ্গনে তার সুনাম বেড়েই চলেছে। তার স্বপ্ন এখন জাতীয় দলের হয়ে খেলা।

সোহাগ বলেন, আমি ছোট থেকেই ক্রিকেট খেলা ভালোবাসি। স্বপ্ন দেখি একদিন দেশের হয়ে খেলবো। সে ধারাবাহিকতা নিয়েই এগিয়ে চলেছি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …