নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম: স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের ৪৪টি উন্নয়নমূলক কাজের প্রচার পত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় শহীদ ডা. আইনুল হক ফাউন্ডেশন চত্বরে ৮০ দশক থেকে বর্তমান পর্যন্ত প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভায় ওই মোড়ক উন্মোচন করা হয়। এরপরে বাইপাস চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালসহ স্থাণীয় আওয়ামীলীগ নেতাদের কবর ও ম্যূরালে পুষ্পস্তব অর্পনের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজ চত্বরে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ওই কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্তরের কয়েক’শ সাবেক ছাত্রলীগ নেতা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই সাবেক ছাত্রলীগ নেতা বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে নাটোর-০৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবী তোলেন। এসময় আগত নেতা-কর্মীদের শ্লোগানের ধ্বণীতে ক্যাম্পাস ভরে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা মান্নান, আবু হেলাল, জিল্লুর রহমান জিন্নাহ, শফিক সরদার প্রমুখ।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …