নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমরা যখন স্কুলে পড়া লেখা করেছি তখন বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে জানতে পারি নাই। ৭ মার্চের এই ইতিহাস থেকে আমরা পিছিয়ে ছিলাম। মহান জাতীয় সংসদে আমিই প্রথম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম।
বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার তৎকালীন সময়ে মহান সংসদের স্পিকার ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার এই প্রস্তাবকে সর্মথন জানিয়ে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ পাঠ্যপুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এখন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্পর্কে জেনে সঠিক ইাতহাস বুঝতে পারছে।
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ র্মাচ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নীড় পাতা / জেলা জুড়ে / জাতীয় সংসদে আমিই প্রথম বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যপুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম- পলক
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …