রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জাতীয় শোক দিবস এর মাসে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস এর মাসে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এর মাসে নাটোরের লালপুরে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে  উপজেলার সালামপুর বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আফজালুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক গোলাম কাওসার, আ.স.ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠান শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ তহবিল থেকে অসুস্থ‍্য ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …