বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বিজিবি

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গরীব অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ ও সাবান বিতরণ করছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ৫৯ বিজিবির সদর দপ্তরে ৫০ জন গরীব অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা, সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা বলেন, আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী (জাতীয় শোক দিবস) উপলক্ষে করোনাকালীন সময়ে গরীব অসহায় দুস্থদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়বিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ টি সাবান বিতরণ করা হয়। তিনি আরো বলেন, করোনা কালীন সময়ে আগামীতে প্রতি মাসে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে ৫৯ বিজিবি।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …