বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বিদ্যুৎ এর ইন্তেকাল 

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বিদ্যুৎ এর ইন্তেকাল 

    নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বিকেএসপি’র ফুটবল বিভাগের সাবেক কোচ নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের আব্দুল্লা আল মতি বিদ্যুৎ (৬০) হৃদ রোগে আক্রান্ত হয়ে সোমবার বেলা ১১ টার দিকে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না —- রাজিউন)। তিনি স্ত্রী সহ এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯ টার সময় গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনীরুল ইসলাম,এসজিপি,এসইউপি ,পিএসসি,পিএইচডি সহ বিকেএসপি’র পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিকেএসপি’র উপ-পরিচালক (প্রশাসন) মোঃ ছগির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়। এছাড়া তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন,উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার,গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম,সাবেক পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, বিএনপি’র নেতা সাইদুজ্জামান লিটন,বিএনপির নেতা সাইফুল ইসলাম রানা,মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাহীন ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। 

আরও দেখুন

সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া …