রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল্যানে পাঁচ জুয়ারু আটক

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল্যানে পাঁচ জুয়ারু আটক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল্যানে  পাঁচ জুয়ারুকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ। রবিবার (৩১শে অক্টোবর) মধ্যেরাতে উপজেলার খাজুরা ইউনিয়নের দূর্লভপুর গ্রামের, খামার পাড়ার পূর্ব পার্শ্বে পুনসাভিটায় অভিযান চালিয়ে এই জুয়ারিদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন ঐ গ্রামের মৃত ইলমুদ্দিন মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৮), মৃত জহির ফকিরের ছেলেমন্টু ফকির(৪৮), মৃত করিম প্রাঃ এর ছেলে সোহরাব আলী (৫০), মৃত করিমের ছেলেআবুল মোল্লা(৪৮) এবং মেসের মোল্লার ছেলে রহিদুল মোল্লা(২২)।

এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান  চালিয়ে নগদ ৩ হাজার ৩ শত ৭০ টাকা এবং  এবং জুয়া খেলার উপকরণসহ পাঁচ জুয়ারুকে আটক করা হয়।পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …