মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ

নিজস্ব প্রতিবেদক:
শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের। 

আজ সোমবার সকালে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

এরপর একে একে বুদ্ধিজীবী পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাতটায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়।

স্মৃতিসৌধে খুলনার মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। টাঙ্গাইলেও গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে।

সকাল ৭ টায় জেলা সদর এলাকায় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …