মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / জর্ডান ১২ হাজার পোশাক শ্রমিক নেবে

জর্ডান ১২ হাজার পোশাক শ্রমিক নেবে

নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাক কারখানার জন্য বাংলাদেশ থেকে ১২ হাজার শ্রমিক নেবে জর্ডানের একটি কোম্পানি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগামী এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাত।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে। এই নিয়োগ প্রক্রিয়া শুধু বোয়েসলের মাধ্যমে সম্পন্ন হবে। কিছু দিনের মধ্যে নিয়োগকর্তাদের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসল) রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশটিতে ৭০ হাজারের মতো বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। এর মধ্যে ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …