সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / জয়পুরহাটে ছাত্রদল সভাপতিসহ ৭ নেতা-কর্মী আটক

জয়পুরহাটে ছাত্রদল সভাপতিসহ ৭ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ ৭ ছাত্র নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, ছাত্রদলের জেলা সভাপতি মামুনুর রশীদ প্রধান (৩৪), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী (২৬), ছাত্রদল কর্মী আসফাকুর রহমান পাপন (৩১), আতিকুর রহমান সোহাগ (৩৪), হাসান আহমেদ রঞ্জু (২৬), সোরহাব ইসলাম (২০) ও শাহরিয়ার কবির তামিম (১৯)।

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান জানান, অস্ত্র, নাশকতা ও বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান জানান, ঢাবিতে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের হামলায় কেন্দ্রীয় সভাপতিসহ ঢাবি শাখা ছাত্রদলের নেতা কর্মীরা আহত হওয়ার ঘটনায় জয়পুরহাটে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ শেষে ছাত্রদলের জেলা সভাপতিসহ ৭ ছাত্র নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতিদ্রুত তাদের নিশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …