নীড় পাতা / উত্তরবঙ্গ / জমি নিয়ে বিরোধ নাটোরের সিংড়ায় ৪ কৃষককে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধ নাটোরের সিংড়ায় ৪ কৃষককে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,. জমির নিয়ে বিরোধে নাটোরের সিংড়ায় চার কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকেল ৪ টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কৃষক আব্দুল বারি মাঙ্গো (৬০) ও তার এক ছেলে সাজিদ আহমেদ (৪৩) এর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। আহত অন্যরা হল আহত কৃষকের আরেক ছেলে তারেক হোসেন (৪৭) ও নাতি সোয়াদ (১৯)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বাবু মন্ডল জানান, শনিবার বিকেলে ভুলবাড়িয়া মাঠে কৃষক আব্দুল বারী মাঙ্গোর জমির কাঁচা ধান কেটে জমি দখল নিতে যান প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক খাঁ, রুবেল হোসেন ও তার লোকজন। খবর পেয়ে জমিতে ছুটে যান কৃষক আব্দুল বারী মাঙ্গো ও তার ছেলেরা। পরে ধান কাটতে নিষেধ করায় ধারালো হাসুয়া দিয়ে সবাইকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক খাঁ, রুবেল হোসেন ও তার লোকজন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নিষেধ করায় তাকেও মারধর করা হয়েছে। তিনি বর্তমানে কালিগঞ্জ বাজারে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন বলেন, আহতদের মধ্যে কৃষক আব্দুল বারী মাঙ্গো ও সাজিদ আহমেদ এর অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী (রামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, দু’পক্ষের মারামারি হয়েছে খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …