নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জমজমাট ফিটিং বাণিজ্য চলছে। সাধারণ মানুষ এদের হাতে হচ্ছেন সর্বস্বান্ত। এই প্রতারিতদের মাঝে অনেকেই আছেন নারী লোভী এবং পরকীয়ায় আসক্ত। ধরা খাওয়ার পর অনেকে প্রকাশ করতে চান না বা প্রতারিত হলে মামলা করতে চান না লোক লজ্জার ভয়ে। তেমনই এক প্রতারক চক্রের(ফিটিংবাজ) নারীসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার ফুলসর গ্রামের আফেল উদ্দিনের ছেলে আবুল হোসেন, রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের মামুনুরের স্ত্রী শরিফ আক্তার সাথী, সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল হামিদের ছেলে ফারুক, অর্জুনপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে হোসেন আলী, রাজশাহী জেলার চারঘাট উপজেলার শিবপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে নজু।
মঙ্গলবার দুপুরে তাদের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গ্রেপ্তারকৃতরা চাঁদপুর জেলার শাহরাস্তি থানার জনৈক সিদ্দিকুর রহমানের ছেলে মিজানুর রহমানকে নারী কেলেংকারীর হুমকি দিয়ে তার কাছ থেকে প্রতারণার (ফিটিং) মাধ্যমে আটকে রেখে বিকাশে দুই লক্ষ দশ হাজার টাকা আদায় করে। পরে বাদি নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। এরই আলোকে তাদের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য ১৫ জুলাই সদর উপজেলার ফুলসর গ্রামের আফিল উদ্দিনের ছেলে আবুল হোসেন, রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার মামুনুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথী সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার কেতাব আলীর ছেলে শহিদুল যোগসাজশে শরিফা আক্তার সাথীকে দিয়ে প্রতারণার মাধ্যমে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মিজানুর আটকে রেখে বিকাশের মাধ্যমে ২ লক্ষ এবং নগদ দশ হাজার টাকা আদায় করে। এ ঘটনায় ভিক্টিম মিজানুর রহমান বাদী হয়ে ২১ জুলাই নাটোর সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ উপরোক্ত আসামিদের গ্রেপ্তার করে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …