শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / জন্ম সনদ দিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

জন্ম সনদ দিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক:
স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধন শুরু হয়েছে।

শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্ম সনদ নম্বর দিয়ে এখন থেকে টিকার জন্য নিবন্ধন করা যাবে।

রোবেদ আমিন আরও বলেন, মানিকগঞ্জে যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে অন্যান্য জায়গায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

গত ১৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা জানান।

টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশের প্রায় ২১টি জায়গায় টিকাদান কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …