বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনে ইউএনও’র বিশেষ উদ্যোগ

জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনে ইউএনও’র বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুদের জন্ম নিবন্ধনের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধন ক্যাম্প শেষ হয়েছে। নির্ধারিত সময়েই শিশুদের জন্ম নিবন্ধনে অভিভাবকদের উৎসাহিত করতে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল এক বিশেষ উদ্যোগ গ্রহন করেন। প্রায় একমাস পূর্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে ক্যাম্প কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সমাপনী দিনে সোমবার উপজেলার জামনগর ইউনিয়নের বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ জন্ম নিবন্ধণ উদ্বুদ্ধকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

ক্যাম্পে তাৎক্ষণিকভাবে আবেদন গ্রহনের পরপরই অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় শিশুদের জন্ম সনদ। এদিন সেখানে শুন্য থেকে ৪৫ দিন বয়সী ৩৪ জন শিশুর জন্ম সনদ দেওয়া হয়েছে। এসময় তাদের মা’দের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী হিসেবে স্যাভলন ও একটি করে তোয়ালে।

অনুষ্ঠানে বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মঞ্জুরুল ইসলাম লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে তৃনমূল পর্যায়ের শিশুদের মা ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন, স্কুলে ভর্তির সময় শিশুদের জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করতে হবে। তিনি নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই শিশুদের জন্ম নিবন্ধন কার্যক্রম শেষ করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …