শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জন্মবার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে বঙ্গবন্ধুর মুরাল উন্মোচন

জন্মবার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে বঙ্গবন্ধুর মুরাল উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু আহসান টগর, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজা বেগম প্রমূখ।

বিকেল তিনটা থেকেই হাজার হাজার ব্যানার ফেস্টুন বাদ্য বাজনা নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠান প্রাঙ্গনে এসে জড়ো হতে থাকে। সন্ধ্যার পরে দেশের খ্যাতনামায় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নাটোরে দুই মুরগি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক …