শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / জনসমাগম ঠেকাতে বানেশ্বর হাট বন্ধ করলো পুলিশ

জনসমাগম ঠেকাতে বানেশ্বর হাট বন্ধ করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বানেশ্বর হাটে সবচেয়ে বড় জনসমাগম ঘটে। সপ্তাহের শনি ও মঙ্গলবার এই হাট বসে। হাটে হাজারো লোক জড়ো হয়। করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব হাট-বাজার বন্ধ রাখার কথা থাকলেও আজ মঙ্গলবারও বানেশ্বর হাট বসে।

খবর পেয়ে আজ সকালে পুঠিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযান চালিয়ে হাট-বাজার বন্ধ করে দিয়েছেন।পাশাপাশি হাটে আসা মানুষজনকে বাজার ত্যাগ করার অনুরোধ জানায়।

করোনা সংক্রমণ রোধকল্পে ”সামাজিক দুরত্ব” নীতি বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনকে মোট ১৬,০০০/-টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …