শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জনসচেতনতামূলক মাস্ক বিতরণ এবং স্থানীয় জনগণের সাথে মেয়রের মতবিনিময়

জনসচেতনতামূলক মাস্ক বিতরণ এবং স্থানীয় জনগণের সাথে মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনা ভাইরাস রোধে জনসচেতনতামূলক মাস্ক বিতরণ এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেছেন মেয়র উমা চৌধুরী জলি। শনিবার বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কান্দিভিটা মহল্লা এবং ৯ নম্বর ওয়ার্ডের লেঙ্গুরিয়া পূ্র্বপাড়ায় এই করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক মাস্ক বিতরণ করেন। বিতরণকালে তিনি স্থানীয় জনগণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় পৌরবাসী তাদের মেয়রকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান। বকুল নামে এক এলাকাবাসী জানান, সুখে দুখে যার সাথে সবসময় কথা বলতে পারি সেই আমাদের দিদি।অনেকে মেয়রের সাথে ছবি তোলার আবদার করলে মেয়র তাদের আবদারও পূরণ করেন।

মেয়র জানান, সামনের শীতকে কেন্দ্র করে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বাড়তে শুরু করেছে। তাই আবারো জনগণকে সচেতন করতে মাঠে নেমেছি। সাথে সাথে যাদের মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে দিচ্ছি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …