বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / জনশূন্য নন্দীগ্রাম, ৩৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ

জনশূন্য নন্দীগ্রাম, ৩৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
জনশূন্য নন্দীগ্রাম, ৩৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও প.প. অধিদপ্তর প্রথম থেকেই তৎপর হয়ে উঠে। বিদেশ ফেরৎ মোট ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এরমধ্যে ৩৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হবার কারণে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল নিশ্চিত করেছে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার বিভিন্ন স্থানে টহল অব্যাহত রেখেছে। উপজেলার সবগুলো হাট-বাজার বন্ধ করে দেয়া হয়েছে। কোথাও জনসমাগম নেই। এতে নন্দীগ্রাম জনশূন্য হয়ে পড়েছে। এ উপজেলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। সে কারণে সার্বিক দিকদিয়ে এ উপজেলা অনেকটা ভালো রয়েছে। তবে খেটে খাওয়া গরীব-দুঃখী মানুষের চরম দুর্দিন পোহাতে হচ্ছে। অভাব-অনাটন যাদের প্রতিদিনের সঙ্গী হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর খন্দকার জামিল উদ্দিন জানান, নন্দীগ্রাম উপজেলার সার্বিক পরিস্থিতি বেশ ভালো রয়েছে। জনগণকে সচেতন ও সতর্ক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই  

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত …