রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / জনপ্রিয়তায় বিনা প্রতিদন্দীতায় মেম্বার আব্দুল্লাহ

জনপ্রিয়তায় বিনা প্রতিদন্দীতায় মেম্বার আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টি ইউনিয়নে ৪৫টি ওয়ার্ডের মধ্যে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যোগীপাড়া কেন্দ্রে জনপ্রিয়তায় বিনা প্রতিদন্দীতায় মেম্বার নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ শেখ(৬৪)। তিনি এবার দিয়ে টানা ৩বার মেম্বার নির্বাচিত হলেন। আব্দুল্লাহ যোগীপাড়া গ্রামের মোজাহার শেখের ছলে।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ’র বিপক্ষে মনোনয়ন উঠিয়েছিল কোয়ালিপাড়া গ্রামের তোফায়েল আহমেদ। কিন্তু আব্দুল্লাহ’র জনপ্রিয়তায় তিনি পরে আর তা জমা দেননি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮৫২জন। মনোনয়ন তুলিয়াছেন দুই জন, কিন্তু জমা দেওয়ার শেষ দিন ২নভেম্বর পর্যন্ত মাত্র একজন পার্থী জমা দিয়েছেন। আমরা তাঁর নামে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট কাগজ পাঠিয়েছি, পাশ হয়ে আসলে তাঁকেই মেম্বার হিসেবে ঘোষণা দেয়া হবে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …