সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / জননেত্রী শেখ হাসিনা সবসময় সেবক হয়ে জনগণের সেবা করার কথা বলেন -পলক

জননেত্রী শেখ হাসিনা সবসময় সেবক হয়ে জনগণের সেবা করার কথা বলেন -পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সেবক হয়ে জনগণের সেবা করার কথা বলেন। আপনারাও সেবক হিসেবে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন। জাল যার জলা তার, দলিল যার জমি তার, দায়িত্বশীল জনপ্রতিনিধি, আদর্শবান নেতৃত্ব ও স্বচ্ছ জবাবদিহিতামূলক প্রশাসনের প্রতিশ্রুতি আমরা পূরণ করতে চাই।

বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি।

সিংড়ার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করবেন, জনপ্রতিনিধির দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন, এবং সিংড়াবাসীদেরকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেগুলো পূরণ করবেন, আপনাদের কাছে আমার সেই প্রত্যাশা থাকবে।  কিছুদিন আগেই আমাদের সিংড়াতে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। যার কারণে ৪টি ইউনিয়নের প্রায় ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা সকলে মিলে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে চিহ্নিত করবেন যাতে আমি আপনাদেরকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা যথাযথভাবে পৌঁছে দিতে পারি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান কামরান, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিসুর রহমান লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকবর আলী প্রমুখ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …