নিউজ ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্বাস্থ্যসেবা দেওয়া। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। জনগণকে করোনার টিকা দেওয়ার চেষ্টা করছি।’
আজ সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কতজন ভর্তি আছে—তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি। কেউ অসুস্থ হয়ে হাসপাতাল এলে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’
সংক্রমণ বৃদ্ধির জন্য কারা দায়ী—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ বৃদ্ধি পাওয়া বিষয়টি ও এর কারণ আপনারা সবাই জানেন। আপনারা ফেরিতে দেখেন কীভাবে লোক আসে, দোকানপাটে কীভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না। এর ফলে সংক্রমণ বেড়ে চলেছে। চিকিৎসক-নার্সরা তো আর ফেরি ও ইন্ডাস্ট্রি কন্ট্রোল করেন না। সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের।’