নিউজ ডেস্ক:
কারাগারে বন্দি জঙ্গিদের যেকোনও হামলা মোকাবিলায় আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নিচ্ছেন কারা কর্মকর্তা ও রক্ষীরা। ইতোমধ্যে চার হাজার ৪৯৩ জন পুরুষ ও নারী কারারক্ষীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ২১১ জন কারা কর্মকর্তাকে দেশে এবং ৮ জন কারা কর্মকর্তাকে বিদেশে টেরোরিজম প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ২০২৪ সালের মধ্যে দেশের কারাগারগুলোতে কর্মরত বাকি ৪ হাজার ২১৫ জন পুরুষ ও নারী কারারক্ষীকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। একইসঙ্গে কারাগারগুলোকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কারাগারে যাওয়ার পর বেশিরভাগ বন্দিই ধর্মচর্চা বেশি করেন। আর এক্ষেত্রে মেলামেশার সুযোগটি নিতে চায় জঙ্গিরা। তাই কোনও অবস্থাতেই যাতে জঙ্গিরা সেই সুযোগ নিতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়।
জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সারা দেশে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে উদ্বুদ্ধকরণ সভার কার্যক্রম,প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে তাগাদা দেওয়া হয়।
কারা অধিদফতরের আইজি (প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারারক্ষীদের একটা মৌলিক প্রশিক্ষণ হয়, সেটাতে একটা বড় প্রশিক্ষণ হচ্ছে আত্মরক্ষামূলক। ইতোমধ্যে প্রায় ৮ হাজার কারারক্ষীকে দাঙ্গা মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘কী কী ধরনের কত জঙ্গি আছে, সেটা আমাদের কাছে কারাগার অনুযায়ী তালিকা করা আছে। আমাদের জায়গার সীমাবদ্ধতা আছে। তারপরও বিভিন্ন গ্রুপ যাতে একসঙ্গে না থাকে, অর্থাৎ বিভিন্ন মতাদর্শের লোক যাতে একসঙ্গে হয়ে না যায়, এটার জন্য নজরদারি জোরদার করা হয়েছে। কিছু দিন পরপর তাদের ওয়ার্ড বা সেল পরিবর্তন করা হয়। কারণ, যারা বিচারাধীন বন্দি, তাদের তো চাইলেই কারাগার পরিবর্তন করা যায় না। স্থানীয় আদালতের একটা আদেশ থাকে। সাজা হয়ে গেলে আমরা সরিয়ে দেই। বিচারাধীন সাধারণ বন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলার যে নিয়ম, জঙ্গি বন্দিদের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়।’
আইজি প্রিজন্স বলেন, ‘মন্ত্রণালয় যেসব নির্দেশনা দেয় সেগুলো আমরা যথাযথভাবে পালনের চেষ্টা করি। একইসঙ্গে কারাগারগুলোকে আমরা সিসিটিভি মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। সেই মনিটরিংটা যাতে আমরা ঢাকায় বসে অধিদফতর থেকে দেখতে পারি, এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে ৮টি কারাগারকে অধিদফতর থেকে মনিটর করছি। পর্যায়ক্রমে সব কারাগারকে অধিদফতরের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হবে।’