নিজস্ব প্রতিবেদক
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ছুটির দিনেও মশা নিধনে মাঠে নেমেছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। নাটোর পৌরসভায় মশা নিধনে নতুন ৬টি স্প্রে মেশিন যুক্ত করতে তিনি নিজ হাতে এসব মেশিন চালিয়ে উদ্বোধন করলেন।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের ছায়াবানী সিনেমার মোড় থেকে এই মশা নিধন শুরু করেন। এছাড়াও সকাল থেকে মাইকিং করে জনগণকে সচেতন করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন,নান্নু শেখ, কোহিনুর বেগম পান্না প্রমুখ।
মেয়র উমা চৌধুরী জলি জানান, মশা নিধন অব্যাহত থাকবে। এছাড়া তিনি পৌরবাসীকে অনুরোধ করেন যাতে সবাই তাদের নিজ নিজ বাসস্থান এবং এর চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখেন।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …