সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / ছাত্রীর উপবৃত্তির টাকা ফেরত দিলেন সাবেক অধ্যক্ষ

ছাত্রীর উপবৃত্তির টাকা ফেরত দিলেন সাবেক অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
অবশেষে নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের ছাত্রী শাওন আক্তারের আত্মসাৎকৃত উপবৃত্তির ১১ হাজার ৮০০ টাকা ফেরত দিলেন সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁন।

বৃস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপবৃত্তির টাকা জমা দেন। পরে সাবেক অধ্যক্ষের সামনে উপবৃত্তির ১১ হাজার ৮০০ টাকা ওই ছাত্রীর হাতে তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী। এসময় ছাত্রীর পিতা সামাদ মন্ডল উপস্থিত ছিলেন।

গত ২১ জুন সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাওন আক্তারের উপবৃত্তির টাকা সাবেক অধ্যক্ষের বিকাশ যাচ্ছে। এনিয়ে ওই ছাত্রীর পিতা সামাদ মন্ডল মেয়ের উপবৃত্তির টাকা ফেরত পেতে নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।এরপর তদন্ত শুরু করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তদন্তে এ ঘটনার সত্যতা পান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

ভুক্তভোগি ছাত্রী শাওন আক্তার বলেন, সংবাদ প্রকাশ হলে আমি জানতে পারি আমার উপবৃত্তির টাকা যাচ্ছে অধ্যক্ষের বিকাশে। এনিয়ে আমার পিতা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়। এরপর বৃস্পতিবার আমাকে ডেকে উপবৃত্তির ১১ হাজার ৮০০ টাকা ফেতর দেন।

এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খান বলেন, কারিগরি সমস্যার কারণে বৃত্তির টাকা বিকাশের মাধ্যমে তাঁর মুঠোফোনে চলে আসে। তিনি অবসরে চলে আসায় বিষয়টি বুঝতে পারেননি। তদন্তে সত্যতা পাওয়ায় তিনি টাকা ফেরত দিয়েছেন।

নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আনছারী বলেন, শুরুতেই টাকাগুলো ফেরত দিয়ে দিলে এত কিছু হতো না। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাবেক অধ্যক্ষ টাকাগুলো ফেরত দিতে বাধ্য হয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …