রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ছাত্রলীগ নেতার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ছাত্রলীগ নেতার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এর উদ্যোগে বড়হরিশপুর ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার বেলা এগারোটার দিকে বড়হরিশপুর এলাকায় ছাত্রলীগের কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ করা হয়।

পৌরসভার তিন নম্বর ওয়ার্ডসহ হরিশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওয়ার্ড এর পক্ষে গ্রহণ করলেন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ,সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

উল্লেখ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এর নিজস্ব অর্থায়নে হরিশপুর ইউনিয়ন এর সকল ওয়ার্ডে এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দরিদ্র, দুস্থ অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্যে একহাজার কম্বল নেতা কর্মীদের হাতে তুলে দেয়া হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …