সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী : ঈশ্বরদীতে বিশাল শোভাযাত্রা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী : ঈশ্বরদীতে বিশাল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার ঈশ্বরদীতে স্মরণকালের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে পোষ্টঅফিস মোড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস্ কামরুন্নাহার শরীফ।

রাকিবুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস ,সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুমন দাস।

শোভাযাত্রাটি পোষ্টঅফিস মোড় হতে শুরু হয়ে ঈশ্বরদী সরকারি কলেজে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ৭২ কেজি ওজনের কেক কাটা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয় ।

আরও দেখুন

নাটোরের ছিনতাই হওয়া প্রতিবন্ধীর রিক্সা পাবনার চাটমোহর থেকে উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদরের তেবাড়িয়া এলাকার আখেরের মোড় হতে ছিনতাই হয়ে যাওয়া প্রতিবন্ধী মুন্নার অটোরিকশাটি …