সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার আনন্দ মিছিল 

ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার আনন্দ মিছিল 

নিজস্ব প্রতিবেদক:
ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখা। আজ শুক্রবার বিকেলে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া এবং নব নির্বাচিত কমিটিতে সাদ্দাম হোসাইন কে সভাপতি এবং শেখ ওয়ালি আসিফ ইনান কে সাধারণ সম্পাদক মনোনীত করায় বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ছাত্রলীগ নাটোর জেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি মোঃ সাহাদত হোসেন, সহ-সভাপতি হৃদয় সরকার সেতু,সহ-সভাপতি গোলাম রাব্বানী শেখ,সহ-সভাপতি রোকনুজ্জামান, নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল রাহুল রহমান হীরা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমল কুমার সীন।

বড়াইগ্রাম উপজেলার ছাত্রলীগের শাখার সভাপতি সাহাবুল ইসলাম,সিংড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হারুনুর বাশার সহ বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …