নীড় পাতা / উত্তরবঙ্গ / ছাত্রআন্দোলন চোখের দৃষ্টি হারানো মিঠু সরকারি খরচে উন্নতচিকিৎসা নিতে সিঙ্গাপুরে রওনা

ছাত্রআন্দোলন চোখের দৃষ্টি হারানো মিঠু সরকারি খরচে উন্নতচিকিৎসা নিতে সিঙ্গাপুরে রওনা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আ›োলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে বাম
চোখের দৃষ্টি হারানো নাটোরের বাগাতিপাড়ার সেই আব্দুল্লাহ আল
বাকী মিঠু সরকারি খরচে উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে
গেলেন। শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
বাংলাশে বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা
দিয়েছেন। রওনা দেওয়ার প‚র্বে আব্দুল্লাহ আল বাকী মিঠু এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে
তিনি চোখের চিকিৎসা নিবেন। বাংলাদেশ সরকার তার এই পুরো
চিকিৎসার ব্যয়ভার গ্রহন করছে। তিনি কয়েকদিন আগে এ সংক্রান্ত
সরকারি চিঠি পেয়েছিলেন। এরপরই তিনি শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে
রওনা দেন। আব্দুল্লাহ আল বাকী মিঠু জানান, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার
আন্দোলনে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থানার কেজির মোড় এলাকায়
তিনি গুলিবিদ্ধ হন। চোখে-মুখেসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে
গুরুত্বর আহত হন। এতে তিনি বাম চোখের দৃষ্টি হারিয়েছেন। জাতীয়
চক্ষু হাসপাতালে তার চোখে দুই দফা অস্ত্রোপচার করা হলেও কোন লাভ
হয়নি। শরীরের বিভিন্ন অংশের বুলেট বের করা গেলেও আটটি বুলেট
শরীরের বিভিন্ন অংশে এখনো রয়ে গেছে। তিনি আরো জানান,
গুলিবিদ্ধ হওয়ার পর সেদিন মৃত ভেবে লাশের সঙ্গে ফেলে রাখা হয় তাকে।
পরে চেতনা ফিরলে চিকিৎসকরা তার চিকিৎসা দেন। তিনি জানান,
২০১৫ সালে বরিশাল ইনস্টিটিউট অব হেল টেকনোলজি থেকে মেডিকেল
রেডিওলজি বিভাগে পাস করেন। এক বছর ধরে সিরাজগঞ্জের বেতিন
বাসস্ট্যান্ড এলাকার ড্যাফোডিল ইন স্পেশালিস্ট হাসপাতালে
সিটিস্ক্যান করার চাকরি করতেন। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় তিনি
চাকরি হারিয়েছেন। এ নিয়ে বিভিন্ন সংবা মাধ্যমে সচিত্র
প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তার চিকিৎসার দায়িত্ব নিয়ে
বাংলাদেশ সরকার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর
সিদ্ধান্ত নেয়। তিনি উপজেলার হাটগোবিন্দপুর এলাকার কৃষক আব্দুল
খালেক ও জুলেখা খাতুন দম্পতির ছেলে।

আরও দেখুন

সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করায় নেতা আটক

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাকিবুল …