রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোরের হরিজনরা

ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোরের হরিজনরা

নিজস্ব প্রতিবেদক:
ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোর পৌরসভার মাস্টার রোলে কর্মরত হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তারা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মাধ্যমে শেষ হয়।

সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় তারা সরকারের প্রতি দাবী রাখেন যাতে তাদের চাকরিচ্যুত না করা হয়। উল্লেখ্য নাটোর পৌরসভা ৮৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ৫৩ জন মাস্টাররোলে কর্মরত রয়েছেন। তারা গতকাল থেকেই কর্মবিরতি শুরু করেছেন। প্রজ্ঞাপনের কথা শুনেই গতকাল বিকেল থেকেই তারা কর্মবিরতি শুরু করেছেন।

উল্লেখ্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সকল পৌরসভাকে মাস্টার রোলে কর্মরত সকল কর্মীকে ছাঁটাই এর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …