মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ছয় দিনের সফরে বাংলাদেশে ‘শৌর্য’ ও ‘রাজবীর’

ছয় দিনের সফরে বাংলাদেশে ‘শৌর্য’ ও ‘রাজবীর’

নিউজ ডেস্ক:

ছয় দিনের বাংলাদেশ সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ ‘শৌর্য’ ও ‘রাজবীর’।

শুক্রবার (১৩ জানুয়ারি) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বলে ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারত্ব এবং দুই দেশের কোস্টগার্ডের মধ্যে ব্যাপক সহযোগিতার অংশ হিসেবে জাহাজগুলো এ সফর করছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য স্থানীয়ভাবে নির্মিত অত্যাধুনিক জাহাজ দুটিকে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ভারতীয় কোস্টগার্ডের এ দুটি জাহাজের সফর সামুদ্রিক সংশ্লিষ্ট স্বার্থ রক্ষা করার বিষয়ে ভারতের সদিচ্ছা ও অঙ্গীকারের প্রতিফলন।

ভারতীয় হাইকমিশন জানায়, ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও উপকূলরক্ষীদের মধ্যে জাহাজের নিয়মিত সফর উভয় দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা এবং বোঝাপড়াকে আরও জোরদার করতে অবদান রাখে। এছাড়াও সফর বিনিময় আমাদের অভিন্ন সামুদ্রিক এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এ সফর ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্ব ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।

‘আইসিজিএস শৌর্য’ একটি অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল (এওপিভি)। গোয়া শিপইয়ার্ড লিমিটেড জাহাজটির ডিজাইন ও নির্মাণ করেছে।

‘আইসিজিএস রাজবীর’ হলো ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি)। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স এটি ডিজাইন ও নির্মাণ করেছে। এই জাহাজে উন্নত নেভিগেশন ও যোগাযোগ সরঞ্জাম, অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য সেন্সর ও যন্ত্রপাতি সংযুক্ত রয়েছে। এটি সামুদ্রিক আইন প্রয়োগ এবং সামুদ্রিক দূষণ মোকাবিলায় সক্ষম।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …