রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / চোখ দিয়ে ডাল ঢুকে মাথা ভেদ, দুই বন্ধুর মধ্যে ১ জনের মৃত্যু

চোখ দিয়ে ডাল ঢুকে মাথা ভেদ, দুই বন্ধুর মধ্যে ১ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু একসাথে বাড়ি ফেরার সময় এক বন্ধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছে অপরজন। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বনপাড়া বাজার থেকে তিরাইল নিজ এলাকায় ফেরার পথে কালিরঘুন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় হৃদয় গায়েন (১৭) নামে এক বন্ধুর চোখের ভিতর অপর গাছের ডাল ঢুকে যায় ও তা মাথার পেছন ভেদ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার তিরাইল পূর্বপাড়া এলাকার কহির গায়েনের ছেলে।

আহত অপর বন্ধুর নাম সিরাজ হোসেন (১৮)। সে ওই একই এলাকার হালিম সেখের ছেলে। তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …