রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মাঝি হতে চান গাজী সরদার

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মাঝি হতে চান গাজী সরদার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক (নৌকা) নিয়ে চেয়ারম্যান পদে লড়তে চান নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী গাজী সরদার । এই উপলক্ষে (২৭ শে অক্টোবর) বিকেলে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন তিনি। মোটরসাইকেল  শোভাযাত্রাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজার থেকে  হরিদাখলসী , বামনগ্রাম,রামশার কাজিপুর, আমতলী, সমসখলসীসহ বিভিন্ন এলাকায় ঘোরে ও গণসংযোগ করে। এতে দলীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সরদার সকলের উদ্দেশ্যে বলেনদলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর মৌলিক অধিকার বাস্তবায়নসহ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ সহ সকল প্রকার উন্নয়ন নিশ্চিত করবেন তিনি। এছাড়াও সন্ত্রাস, চাদাবাজ ,মাদকমুক্ত ও শোষনমুক্ত একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ার অঙ্গীকার করেন তিনি। ।

স্থানীয়রা জানান, তরুণ এই আওয়ামীলীগ নেতা বিএনপির শাসনামলে বিভিন্ন  মিথ্যা মামলা হামলার শিকার হয়েছে এবং  দীর্ঘদিন জেল খেটেছে,তবুও দল ছাড়িনি। এ কারণেই দলের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারন ভোটাররাও আগামি নির্বাচনে গাজী সরদারকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন ও নির্বাচিত করার আশ্বাস প্রদান করেন। তরুণ এই নেতা ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রেখেছেন। বর্তমানে তিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এবং জনসেবার উদ্দেশ্যে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ করাসহ দলীয় নেতাকর্মী ও সাধারন ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নিজের যোগ্যতা প্রমান করতে মোটরসাইকেল শোভাযাত্রা করাসহ গনসংযোগ, পোষ্টার, ব্যানার টানিয়ে মনযোগ সৃষ্টি করছেন তরুন এই আওয়ামী লীগ নেতা। এবং  বিভিন্ন সভা, সেমিনার ও ইসলামি জালসায় বিভিন্ন উন্নয়নমুলক প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আশা করেন বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন প্রদান করলে তিনি অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …